ফ্লোর প্রাইসের বাজারে ‍‍‘ব্লক ট্রেড‍‍’ সীমা ৫ লাখ থেকে ১ লাখ করুন: ডিবিএ

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ১৯, ২০২৩, ০৩:০৭ এএম

ফ্লোর প্রাইসের বাজারে ‍‍‘ব্লক ট্রেড‍‍’ সীমা ৫ লাখ থেকে ১ লাখ করুন: ডিবিএ

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)‍’র ব্লক মার্কেটে ট্রেড লিমিট বিদ্যমান পাঁচ লাখ টাকা থেকে কমিয়ে ১ লাখ টাকা করার দাবী জানিয়েছে ডিএসই ব্রোকারেজ এসোসিয়েশন (ডিবিএ)।

রবিবার (১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানানো হয়।

শীর্ষ ডি এস ই ব্রোকার ও মার্চেন্ট ব্যাংক প্রতিনিধিগণ এ সভায় বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা করে লেনদেন কমার মূল কারণ খুঁজে বের করা এবং বাজারকে প্রাণবন্ত করার জন্য সম্মিলিত উপায় নিয়ে আলোচনা করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, ফ্লোর প্রাইসের কারণে বিনিয়োগকারীরা মৌলিক এবং ভাল লভ্যাংশ প্রদানকারী কোম্পানির শেয়ার সক্রিয়ভাবে লেনদেন করতে পারছেন না। তারা বলেন, ব্লক মার্কেট এ ট্রেডসীমা ৫ লাখ হওয়ায় লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োহকারীর টাকা আটকে গেছে। তারা জরুরি প্রয়োজনেও শেয়ার বিক্রি করতে পারছে না।

আলোচকরা বাজারকে লিকুইডেট করার জন্য টি প্লাস ওয়ান ট্রেডিং নিষ্পত্তি, সদস্য মার্জিন ইস্যু, ব্লক ট্রেড-এ বিদ্যমান ৫ লাখ টাকা থেকে ১ লাখ টাকায় কমিয়ে আনা, অফলাইন মার্কেট/ট্রেডিং এর ব্যবস্থা, স্ল্যাব অনুযায়ী অ্যাকাউন্ট খোলার ডকুমেন্টেশন এবং ফি সহজীকরণ, ডিজিটাল বুথ খোলার পদ্ধতি, সি সি এ একাউন্টের সুদ আয়, পুঁজিবাজারের ব্র্যান্ডিং, মার্কেট মেকার ইস্যু এবং ডেরিভেটিভস ইত্যাদি বিষয়ে পুঁজিবাজারে গুণগত সম্প্রসারণের কৌশল নিয়ে আলোকপাত করেন।

তারা উল্লেখ করেন, আয়কর আইন ২০২৩ এ পুঁজিবাজারের জন্য কোনো সুনির্দিষ্ট সুসংবাদ নেই যা বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আসতে উৎসাহিত করবে না।

Link copied!